জাপানে ডাক্তারদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
জাপানে অবস্থানরত ডাক্তার, ডেন্টিস্ট ও ফার্মাসিস্টদের সমন্বয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হেলথ প্রফেশনালস ইন জাপান (এবিএইচপিজে) নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
বুধবার সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ডা. শাহরিয়ার মো. সামস (সামি) জানান, গত ১০ অক্টোবর সংগঠনটি আত্মপ্রকাশ করলেও ১৯ অক্টোবর বুধবার জাপানে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে অবহিত করা হয়।
তিনি জানান, কার্যকরী কমিটির সভাপতি ডা. ফজলে আকবর, মহাসচিব ডা. উবাইদুস সোবহান (সাইদ) ও সাংগঠনিক সম্পাদক ডা. শাহরিয়ার মো. সামস (সামি) এর সম্বন্বয়ে একটি প্রতিনিধিদল জাপানে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমার সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের বিষয়ে অবগত করেন এবং দূতাবাসে সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেন। একইসাথে স্বাস্থ্যখাত সম্পর্কিত বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যেকোন গঠনমূলক ও গবেষণালব্ধ উন্নয়ন কাজে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। রাষ্ট্রদূত এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
জানা গেছে, সংগঠনের সাধারণ সদস্য সংখ্যা ৫০। এর মধ্য থেকে ৫ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
LEAVE A REPLY