বাংলাদেশ উইমেন্স অ্যাসোসিয়েশন, জাপান।
বাংলাদেশের বন্যা দুর্গত এলাকার দুঃস্থ নারীদের পুনর্বাসনে সহযোগিতা করার লক্ষ্যে এক বিশেষ চ্যারিটি বাজার এর আয়োজন করে সংগঠনটি। গেল শনিবার ১৮ নভেম্বর টোকিও এর কিতা শহরের উকিমা ফুরেয়াইকান নামক মিলনায়তনে এই চ্যারিটি বাজারের আয়োজন করে বাংলাদেশ উইমেন্স অ্যাসোসিয়েশন, জাপান। অনুষ্ঠানের প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ দূতাবাসের বর্তমান চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং ইকোনমিক মিনিস্টার ডঃ সাহিদা আক্তার ।জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্য-মান্য ব্যক্তিবর্গের মধ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন
অ্যাসোসিয়েশন এর সভানেত্রি জেসমিন সুলতানা কাকলি জানান তাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। দেশের বন্যা কবলিত এলাকার অসহায় মহিলাদের আর্থিক, সামাজিক এবং পেশা ভিত্তিক পুনর্বাসনে সহযোগিতা করতে তাদেরকে আহবান জানান।
LEAVE A REPLY